এখানকার বৃহত্তর অঞ্চলের বিপুল জনগোষ্ঠির অত্যাগ্রহের প্রেক্ষিতে প্রয়াত কৃতী সন্তান বেলায়েৎ হোসেন ( অবিভক্ত বাংলার প্রথম মুসলিম সেসন জজ) এর নামে এই বিদ্যালয়ের নামকরণ করা হয় “বেলায়েৎ হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়।” ০১ জানুয়ারি ১৯৯৩ খ্রি. বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। বেলায়েৎ হোসেনের জ্যেষ্ঠ সন্তান বিদ্যালয়ের মুখ্য প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ দেলওয়ার হোসেনের অক্লান্ত প্রচেষ্টায় এই বিদ্যালয় দ্রুত উন্নতির শিখরে আরোহণ করেছে। তাঁর স্ত্রী, সকল ভাই ও এক কাজিন ( মকবুল হোসেন) বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং তাঁর সকল বোন, সন্তানগণ, ভাইবধুগণ, কয়েকজন বন্ধু ও বেলায়েৎ হোসেনের রক্তজাত অনেকেই বিদ্যালয়ের দাতা। সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা সবিশেষ উল্লেখযোগ্য।